লন্ডন হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিসিপশন অনুষ্ঠানে উপস্থিত এমপিরা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাDaily Jessore Expressএই রিসিপশনের হোস্ট ছিলেন হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান লেবার দলীয় সিনিয়র এমপি কীথ ভাজ।
সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ সফরসঙ্গী গ্রুপের অন্যান্য সদস্যদের বহনকারী গাড়িবহর হাউস অব কমন্সে ঢুকলে হাউস অব কমন্সের স্পিকার জন বারকো গাড়ির দরজায় এসে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে যান।
বাংলাদেশী বংশোদ্ভুত তিন এমপি রোশানারা আলী, ড. রূপা হক ও টিউলিপ সিদ্দিকসহ প্রায় ৩০ জন এমপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print
1529 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close