টাঙ্গাইল ছাত্রলীগের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নবগঠিত কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের বেশীরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পদবঞ্চিত নেতারা জানান, কেন্দ্র থেকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্তি করে ইসতিয়াক আহম্মেদ রাজীবকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণার খবর পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়।

Print
1701 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close