ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহার করে ভোটার পরিচয়পত্র ইস্যু করা হয়েছে।আগামী জুলাই মাসে বেঙ্গালুরুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক একদিন আগে শেখ হাসিনার নামে কার্ড ইস্যু হওয়ার বিষয়টি সামনে এলো।
কর্ণাটকে শেখ হাসিনার নামে ইস্যু হওয়া ওই ভোটার পরিচয়পত্রে তাঁর স্বামীর নাম লেখা হয়েছে মরহুম ওয়াজেদ মিয়া। কার্ডে বলা হয়, তিনি বেঙ্গালুরুর তানিসান্দ্রা এলাকার বাসিন্দা।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কে জে জর্জ এ ঘটনাকে নির্বাচন কমিশনের ভুল হিসেবে স্বীকার করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন।
পরিচয়পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্পষ্ট ছবিও ছাপা হয়েছে। তবে তিনি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন বলে জন্মতারিখের স্থানে উল্লেখ করা হয়েছে।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি না যে, এটি একটি বিশ্বাসযোগ্য পরিচয়পত্র। আমি এ বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছি।’
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন সংস্করণে বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে ইস্যু হওয়া আরো অনেক ভুয়া পরিচয়পত্রের মধ্যে এটিও একটি।
https://www.youtube.com/watch?v=PYh8zO4YNtQ