কালীগঞ্জকে মাদক মুক্ত করতে সংসদ সদস্যের কাছে স্মারকলিপি

আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের পক্ষ থেকে কালীগঞ্জকে মাদকমুক্ত করার দাবিতে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আয়োরুল আজীম আনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। শুক্রবার সকালে মাদক মুক্ত কালীগঞ্জসহ ১০ দফা দাবি সম্মিলিত স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম,সহসভাপতি তন্ময় ব্যানার্জী,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমানসহ ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের ৩০জন সদস্য উপস্থিত ছিলেন। স্মারকরিপি প্রদান অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য ইয়ুথ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন কালীগঞ্জকে মাদকমুক্ত করা হবে। ইতিমধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। আগামীতে প্রশাসনের মাধ্যমে এই কার্যক্রম আরো বাড়ানো হবে।

Print
1455 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close