মেধাবী ছাত্রী বৃষ্টির চিকিৎসার জন্য ত্রিশ লাখ টাকা প্রয়োজন

আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ || অর্থের অভাবে ঝিনাইদহ শহরের সাদিয়া আফরিন বৃষ্টি নামে এক মেধাবী ছাত্রীর জীবন রথ থেমে যাওয়ার উপক্রম হয়েছে। অপারেশনের ত্রিশ লাখ টাকা জোগাড় করতে না পারলে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী বৃষ্টি জীবন বিপন্ন হতে পারে বলে তার ভারতীয় চিকিৎসক ডাঃ অলিথ সিলভান এ আশংকা করেছেন। সাদিয়া আফরিন বৃষ্টি মরণ ঘাতক লিভার সিরোসিস রোগে আক্রান্ত। কিন্তু বৃষ্টির পিতা হতদরিদ্র ট্রাক চালক কামরুল ইসলাম বাবলুর পক্ষে মেয়ের চিকিৎসার এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি বৃত্তবানদের কাছে মেয়ের চিকিৎসার জন্য সহায়তা কামনা করেছেন। বৃষ্টির বাবা কামরুল ইসলাম বাবলু জানিয়েছেন, মেয়ের জীবন বাঁচাতে এ পর্যন্ত সহায় সম্বল সব শেষ করেছেন। তিনি জানান, গত ২৩ মে ভারতের ব্যাঙ্গালুরের মনিপাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক মাস সাত দিন রেখে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক ডাঃ অলিথ সিলভান এ জানান, বৃষ্টির লিভারে বড় ধরণের অপারেশন করতে হবে। এই অপারেশন করতে ত্রিশ লাখ টাকা দরকার। এই বিপুল পরিমান টাকা অংকের কথা শুনে দরিদ্র ট্রাক চালক কামরুল ইসলাম বাবলু মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসেন। এখন মেয়ের জীবন বিপন্ন হওয়ার আশংকায় পরিবারের সদস্যরা পাগল প্রায়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম সাগর জানান, তাদের ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম বাবলুর মেয়েকে সহায়তা করতে সাধ্য মতো চেষ্টা করা হচ্ছে। তিনিও সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাড়িয়ে আর্থিক সহায়তার আহবান জানান। সাহায্য পাঠানোর ঠিকানা পুবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সঞ্চয়ী হিসাব নং ১৩৭২১০১০৬০৭২১। যোগাযোগ কামরুল ইসলাম বাবলু, পবহাটী সৃজনী অফিস পাড়া, আক্তার মোড় ঝিনাইদহ, মোবাইল নং ০১৭১৫৬৩৪০৭৩।

Print
1879 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close