ঝিনাইদহ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও শিল্প কলা একাডেমী আয়োজিত হামদ,নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপসচিব ও ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আবু সালেহ মো: মহিউদ্দিন খাঁ, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, শাহনাজ পারভীন, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৩টি গ্র“পে হামদ,নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

কালীগঞ্জে হামদ.নাত ও ক্বেরাত প্রতিযোগিতার বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ
1405 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা