জনপ্রিয় কৌতুক অভিনেতা পাপ্পু আর নেই। সোমবার ভোর চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে লালবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।
আজ বাদ জোহর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ও ‘শুভেচ্ছা’য় কৌতুক পরিবেশন করে বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
এর বাইরে ‘মোল্লা সল্ট’সহ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। মঞ্চ ও চলচ্চিত্রেও নিয়মিত কৌতুক পরিবেশন করতেন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে।
937 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা