৬ঘন্টার টানা ভারী বর্ষণে ভারী বর্ষণে তলিয়ে গেছে যশোর শহরের বিভিন্ন এলাকা। পানি নিস্কাশনের ব্যবস্থা ভেঙ্গে পড়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। –
টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে শহরের শংকরপুর, বেজপাড়া, বাগমারা পাড়া, চোপদার পাড়া, টিবি ক্লিনিক, রায়পাড়া, রেলগেট, খড়কি, সার্কিট হাউজপাড়া এলাকায় পানি জমে তা ঘর বাড়িতেও প্রবেশ করছে। এছাড়া বৃষ্টির কারণে শহরের রাস্তাগুলোতে ছোটবড় গর্ত সৃষ্টি হয়েছে।
ছবি :গ্রামের কাগজ
1693 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা