ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাধ্যমিক বিদ্যালয়ে পিবিএম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক হাফিজুর রহমান, ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দিনসহ অন্যান্যেরা। কর্মশালায় ১৭০ জন মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে মাধ্যমিক বিদ্যালয়ে পিবিএম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
1779 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা