ঝিনাইদহে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ অফিস : ঝিনাইদহ শহরে তরিকুল ইসলাম (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ষাটবাড়িয়ায় এ হত্যার ঘটনা ঘটে।
তরিকুল ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিতি।
হত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।
স্থানীয়রা জানায়, জেল থেকে বের হয়ে আসা এক বন্ধুর সঙ্গে দেখা করতে যুবলীগকর্মী তরিকুল রাত নয়টার দিকে শহরের ষাটবাড়িয়া এলাকায় যান। ওই এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি বিপ্লব কুমার নাথ জানান, হত্যার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

Print
1725 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close