পল্টন মোড় এখন বিভীষিকা

পল্টন মোড় এখন বিভীষিকা যদি কোনো কাজে সকালে এই দিক দিয়ে গাড়িতে মতিঝিল যেতে হয়, তাহলে নিঃসন্দেহে এ মোড়েই আধাঘণ্টা ঠাঁয় বসে থাকতে হবে। সময়টা যদি বিকেলে বা সন্ধ্যা হয় তবে নিশ্চিত এক ঘণ্টার বেশি, আর যদি সময়ের এ অপচয় আধা ঘণ্টায় নামিয়ে আনতে চান তবে রাত ৯টার আগে এ মোড়ের নাম নেয়া যাবে না। অথচ ছুটির দিনে মোড়টি পার হতে দুমিনিটও লাগে না।”

Print
1562 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close