মোঃ শিহাব উদ্দিন- লন্ডন
মাহে রমজান মাস, পবিত্রতার মাস । পবিত্রতম মাসে সারা মুসলিম বিশ্বের শান্তি কামনা করে লন্ডনে বসবাসরত নবাবগঞ্জ কালচারাল সোসাইটি ইউকের গত রোজ শনিবার ঢাকা বিরিয়ানী রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সাইফুল্লাহ । সংগঠনের সভাপতি মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ ঊজ্জামান বুলবুল এর পরিচালনায় ইফতারের পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন । বর্তমান মুসলিম দেশগুলোর প্রতি বিভিন্ন দেশ কর্তক নির্মম অত্যাচার ও ধ্বংসাযজ্ঞের তীব্র নিন্দা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ । সম্প্রতি প্যালেস্টাইনে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের প্রতি দুঃখ প্রকাশ করে তাদের সুন্দর স্বাভাবিক জীবন কামনায় বিশেষ মোনাজাত করা হয় । সংগঠন ভবিষ্যতে কিভাবে বেগবান হবে এই মর্মে অনেকেই উন্মুক্ত মতামত প্রকাশ করেন । সংগঠনের সকল নেতৃবৃন্দের পরিবারবর্গ ও ইউকে বসবাসরত বাঙালীর জীবনে পবিত্র ঈদুল ফিতর অনাবিল হাসি ও আনন্দ বয়ে নিয়ে আসুক এই আশা প্রত্যাশা ব্যাক্ত করে ইফতার শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় । অন্যান্যদের মধ্যে সোহেল কাজী, মোঃ আবু ইলিয়াস, মোঃ আমিনুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হুমায়ূন কবির, কনজারভেটিভ লিডার মোঃ শফিঊল আজম, যুক্তরাজ্য ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।