|| জনগণের আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ অনির্বাচিত সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রবিবার সন্ধ্যায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
রাস্তায় জ্যামের কারণে ইফতার গ্রহণের সময় খালেদা জিয়া লেডিস ক্লাবে উপস্থিত হন। এর পর ইফতার শেষে তিনি কয়েক মিনিট বক্তব্য রাখেন।
খালেদা জিয়া বলেন, দেশে আজ গণতন্ত্র নির্বাসিত। আইনের শাসন অনুপস্থিত। মানবাধিকার ভূলুণ্ঠিত। মানুষের জানমালের নিরাপত্তা নেই। মানুষ এখন প্রতিনিয়ত গুম, খুন, হত্যা, নারী নির্যাতনের শিকার হচ্ছে। এ জন্য দায়ী এই অনির্বাচিত জবরদখলকারী সরকার। কারণ তারা কোনোকিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিনি বলেন, রোজার মাসে নিত্যপণ্যর ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষ আজ কষ্ট করে রোজা থাকছে। সেদিকে এই অবৈধ সরকারের কোনো নজর নেই। তারা মিথ্যা কথা বলে আর বড় বড় বুলি আওড়ায়। বড় বড় প্রকল্পের মাধ্যমে লুটপাট করে আর কমিশন খায়।
খালেদা বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। শুধু বিএনপি করার কারণে ভাল ভাল চিকিৎসককে আজ চাকরিচ্যুত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, “দেশের পুলিশ বাহিনী আজ চরম অত্যাচার ও দুর্নীতির সঙ্গে লিপ্ত। তারা গুম করে টাকা দাবি করে। টাকা না দিলে মানুষকে ক্রসফায়ার, না হলে জেলে নিয়ে যাবে। পুলিশ ছিল জনগণের সেবক। কিন্তু আজ পুলিশ বাহিনীকে দলীয়করণ করে ভীতি সৃষ্টি করা হয়েছে। পুলিশ এখন সরকারকে নিয়ন্ত্রণ করে। তারা বলে, ‘এ সরকারকে আমরাই টিকিয়ে রেখেছি। বোমা মেরে ও গাড়ি জ্বালিয়ে বিরোধী দলের লোকজনকে আটক করে তাদের আন্দোলনকে দমন করেছি।’ আজ পুলিশের হাত আইনের চেয়েও লম্বা। আগে ছিল আইনের হাত লম্বা। সেই পুলিশের কাছ থেকে আজ জনগণ ন্যায়বিচার প্রত্যাশা করতে পারে না। পুলিশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।”
তিনি বলেন, বিচার বিভাগে এই অবৈধ সরকার নিজেদের লোকজনকে বসিয়েছে। তাই সেখানে সাধারণ জনগণ কোনো সুবিচার পায় না। অথচ আওয়ামী লীগের লোক হলে তাদের কিছুই হয় না। তারা পার পেয়ে যায়।
বিএনপি চেয়ারপারসন বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এ স্বৈরাচারের পতন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেশে শান্তি ফিরে আসবে। বাংলাদেশের সুনাম ফিরে আসবে। আর এ চোর, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশ মুক্ত হবে ইনশা আল্লাহ।
এদিকে জ্যামের কারণে ড্যাবের আরেক আমন্ত্রিত অতিথি বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব অধ্যাপক ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরী ইফতার শুরুর প্রায় ৫ মিনিট পর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনে সকল জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আশা করি, ড্যাব এ ঐক্য প্রচেষ্টায় ভূমিকা পালন করবে।
ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় প্রায় সাড়ে ৫ হাজার চিকিৎসক-পেশাজীবী ইফতারে অংশ নেন।
এতে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ঢাবি শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমিন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মাজেদসহ বিশিষ্টজনরা। এ ছাড়াও ড্যাবের ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের পতন হবে গণঅভ্যুত্থানে: খালেদা
1654 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা