নিঃশর্ত ক্ষমা চেয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা। তারা হলেন, সংগঠনটির সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় দেন। রায়ে দুই শিবির নেতাকে ভবিষ্যতে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করে দিয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারের ফাঁসির রায়ের পর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল পালন করে জামায়াত।
সে সময় রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়ে ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেন জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা। এই প্রেক্ষাপটে প্রসিকিউশনের পক্ষ থেকে গত ১ জানুয়ারি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়।