পাকা রাস্তা চাই -যশোর ঝিকরগাছা উপজেলার চাঁপাতলা গ্রামবাসী

গাজী মাহবুবুর রাহমান তুহিন
পাকা রাস্তা চাই । পাকা রাস্তা চাই । আমরা ঝিকরগাছা উপজেলার ৫নংপানিসারা ইউনিয়নের ৫নং ওয়াডের চাঁপাতলা গ্রামের অবহেলিত অধিবাসী । আমাদের এ রাস্তাটি পানিসারা, গদখালী, নিরবাসখোলা, নাভারন ইউনিয়নের ৪.৫ কি: মি: জনগুরুত্বপূণ রাস্তা । এ রাস্তাটি দিয়ে ৪টা ইউনিয়নবাসী সহ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের প্রতিনিয়ত যাতায়াত । আমাদের এ রাস্তাটি টাওরা-কাউরিয়া ৪.৫ কি: মি: পাকাকরণ কল্পে মাননীয় সংসদ বরাবর আবেদন করা হয়েছে । কিন্তু আমাদের জন্মলগ্ন হতে এখন পর্যন্ত এদূর অবস্থা দূরীকরনে আমরা এলাকাবাসী তাঁর কোন প্রতিকার পাইনি । বর্ষা মৌষমে এ রাস্তাটি এখন আমাদের এলাকার মানুষের গলার কাটা হিসাবে বিধে আছে । এ রাস্তাটির জন্য আমাদের এলাকার হাজার-হাজার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিনদিন ঝরে পরছে । এ রাস্তাটি দিয়ে ঝিকরগাছা এম. এল হাইস্কুল, ঝিকরগাছা বি. এম হাইস্কুল,ঝিকরগাছা পারবাজার হাইস্কুল, ঝিকরগাছা গালস হাইস্কুল, ঝিকরগাছা মহিলা কলেজ, ঝিকরগাছা সম্নীলনী মহিলা কলেজ, ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, গদখালী টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, কাউরিয়া বি. সি হাইস্কুল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর এম. এম কলেজ, যশোর সিটি কলেজের হাজার-হাজার ছাত্রছাত্রী প্রতিনিয়ত যাতায়াতে বাঁধার সম্মুখীন হচ্ছে । এমনকি আমাদের এলাকার কেউ অসুস্থ হলে শুধু এ রাস্তাটির জন্য তাঁদের মৃত্যুর সাথে পানজা লড়তে হয় । ও টিক সময়ে চিকিৎসার সুব্যবস্থা না করতে পারায় অনেকে মারা যান । এমনকি এ রাস্তাটির জন্য কৃষকগন তাঁদের ফসলের নায্যমূল্য পায় না । শুধু এ রাস্তাটির জন্য আমাদের এলাকার কৃষকগন তাঁদের উৎপাদিত বাংলাদেশ খ্যাত ফুল, পেঁপে, সবজি, আলু, ধান, পাট বাজারজাতকরণ করতে পারে না । অতএব,মাননীয় সংসদ সহ সকল উর্দ্ধতন কমর্কতার্ নিকট আমাদের আকুল আবেদন উক্ত সমস্যা সমাধানে আপনাদের মজির্ হয় ।

Print
3406 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close