বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদের সংঘর্ষের কারণে জিয়াউর রহমান মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টার দিকে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (০৬ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ ঘটনায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে- বলেন তিনি।

Print
1603 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close