প্রতীকি

কামরুলকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বৃহস্পতিবার, শিশু রাজন হত্যা

দৈনিক যশোর এক্সপ্রেস ডেস্ক: সৌদি আরবে জনতার হাতে আটক শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশে ফেরত আনা হচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর এবং বাংলাদেশ মিশনের যৌথ প্রচেষ্টার ফলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক কামরুলকে ফেরত দিতে সম্মত হয়েছে। এরই মধ্যে কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তাকে দেশে আনতে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন পুলিশের তিন কর্মকর্তা। তারা হলেন-সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম ও এসএমপির এয়ারপোর্ট জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন। বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অক্টোবর কামরুলকে নিয়ে তাদের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে চলতি বছরের ১৩ জুলাই জেদ্দায় কামরুল ইসলামকে আটক করে সৌদি পুলিশের হাতে তুলে দেন প্রবাসী বাংলাদেশিরা।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) পিটিয়ে হত্যা করা হয়। শিশু নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। যা দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় অভিযুক্ত কামরুলসহ জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করে শিশুটির পরিবার। এরপর সৌদি আরবে পালিয়ে যান মামলার প্রধান আসামি প্রবাসী কামরুল ইসলাম। এদিকে আলোচিত এই হত্যাক‍াণ্ডে কামরুলসহ তিনজনকে পলাতক দেখিয়ে গত ১৩ সেপ্টেম্বর ১৩ আসমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।

Print
1340 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close
dispape.com.ar