অমি যশোরের চ্যানেল আই স্বর্ণ-কিশোরী

যশোর এক্সপ্রেস ডেস্ক: বেসরকারি টিভি চ্যানেল আই আয়োজিত দেশব্যাপী স্বর্ণ-কিশোরী নির্বাচনে যশোর জেলা থেকে নির্বাচিত হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ফারিয়া সুলতানা অমি। চ্যানেল আই, স্বাস্থ্য শিা ব্যুরোর (বিএইচই) সহযোগিতায় দেশে ২০১৫ সালের জন্য কিশোরী, বয়ঃসন্ধি, স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ববিষয়ক প্রয়োজনীয় নির্দেশনা ও সচেতনতা সৃষ্টির ল্েয দেশব্যাপী স্বর্ণ-কিশোরী নির্বাচন করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার যশোর জেলার স্বর্ণ কিশোরী নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিার্থীদের লিখিত পরীার মাধ্যমে শুরু হয় স্বর্ণ কিশোরী নির্বাচনের কার্যক্রম। লিখিত পরীাশেষে নির্বাচিতদের মধ্য থেকে উপস্থিত বক্তৃতার মাধ্যমে যশোর জেলার একজন স্বর্ণ কিশোরী নির্বাচন করা হয়। কার্যক্রমে বিদ্যালয়ের চার শতাধিক শিার্থী অংশ নেয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমে সূচনা বক্তব্য রাখেন স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিা) পারভেজ হোসেন, সিভিল সার্জন ডা. শাহাদৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ আবু সারোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক খোন্দকার সানজিদা ইসলাম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিা অফিসার গিয়াসউদ্দীন, চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান ও সহকারী শিক আহসান হাবিব পারভেজ। বিজয়ী কিশোরীকে উত্তরীয় পরিয়ে দেন ফারজানা ব্রাউনিয়া। পরে অনুষ্ঠানের অতিথিরা সার্টিফিকেট, বুকলেটসহ অন্যান্য উপহারসামগ্রী তুলে দেন বিজয়ীর হাতে।

Print
1667 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close