আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

এমপি লিটনকে যে কোন মুহূর্তে গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোর এক্সপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আদালতের নির্দেশনা মেনে শিশুকে গুলি করার মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে যে কোন মুহূর্তে গ্রেপ্তার করা হবে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে এমপি লিটনকে দেওয়া বিচারিক আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ক্ষমতাসীন দলের এই এমপিকে গ্রেপ্তারে আর কোনো বাধা থাকল না বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত হয় শিশু সৌরভ।
Print
922 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close