জাবি’র ৩৮তম ব্যাচের র্যাগ উৎসব উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে থাকছে জেমসের পরিবেশনা। নগরবাউল ব্যান্ডের এই তারকা জানান, বহুদিন পর এ দুটি বিশ্ববিদ্যালয়ে গাইবেন তিনি। ক’দিন আগে প্রথমবারের মতো ফ্রান্স ও ডেনমার্কে সংগীত পরিবেশন করতে পুরো নগরবাউল ব্যান্ড নিয়ে গিয়েছিলেন জেমস।
এদিকে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজন করা হয়েছে ‘উইটার রোমান্স কনসার্ট’। এন্টারেজ এন্টারটেইনমেন্টের আয়োজনে এখানে গান শোনানোর কথা রয়েছে জেমসের। তবে এ ব্যাপারে এখনও তার সঙ্গে চুক্তি করেনি প্রতিষ্ঠানটি। একই মঞ্চে গাইতে আসবেন ভারতের তরুণ গায়ক সনম পুরি। তিনি কভার সং গেয়ে বেশ আলোচিত। গেয়েছেন বেশ কিছু বলিউডের ছবিতেও।