আন্তর্জাতিক ডেস্ক : নেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত সমস্ত অতি গোপনীয় নথি প্রকাশের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গবেষকরা মনে করছেন, এইসব গোপন নথি প্রকাশ করা হলেই জানা যাবে যে সত্যিই সুভাষ চন্দ্র বসু তাইহোকুর বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কি না। দীর্ঘদিন ধরে এই নথি প্রকাশের দাবি উঠলেও এতদিন ভারতের সব সরকারই তা নাকচ করে দিয়েছে। কিন্তু বুধবার নেতাজির পরিবারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর মোদি এই ঘাষেণা দেন। ভারতের প্রধানমন্ত্রীর দফতর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে থাকা সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত অতি গোপনীয় একশোরও বেশি ফাইল জনসমক্ষে আনা হবে ২০১৬ সালের ২৩ জানুয়ারি থেকে। ওই দিন সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী। এই অতি গোপনীয় ফাইলগুলি প্রকাশ করার দাবির পাশাপাশি গবেষকদের আরও দাবি ছিল, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের কাছেও সুভাষ বসুকে নিয়ে অনেক গোপন তথ্য রয়েছে। সেগুলোও যেন প্রকাশ করা হয় ভারত সরকার যেন তার উদ্যোগ নেয়। মোদি জানিয়েছেন, সেই উদ্যোগও শুরু হবে রাশিয়ার কাছে ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর মাধ্যমে। সূত্র: বিবিসি

নেতাজি সুভাষ চন্দ্র বসু
নেতাজি সম্পর্কে অতি গোপন নথি প্রকাশের সিদ্ধান্ত মোদির
4051 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা