যশোর এক্সপ্রেস ডেস্ক: দুই বিদেশিকে খুন করে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা নস্যাতের চেষ্টা হলেও পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারে বুধবার দেখা করতে গেলে তাকে আশ্বস্ত করে সরকার প্রধান বলেন, “পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
বাংলাদেশে নিজ নিজ দেশের নাগরিকদের চলাফেরায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তার মধ্যে সম্প্রতি পাঁচ দিনের ব্যবধানে ঢাকা ও রংপুরে খুন হন এক ইতালীয় এবং এক জাপানি। এই হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের জড়িত থাকার দাবি উঠলেও তা প্রত্যাখ্যান করেছে সরকার।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। একটি পরিস্থিতি সৃষ্টির জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। ইউরোপের দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্সের’ বিষয়টি পুনর্ব্যক্ত করেন বলে তার প্রেসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনা
পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী
4162 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা