বিপিএল নিলামে ৩১৯ ক্রিকেটার

যশোর এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য ১৯৬ জন বিদেশিসহ ৩১৯ ক্রিকেটারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৬ অক্টোবর দেশি-বিদেশি এই ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে প্লেয়ার বাই চয়েস। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি এই ৩১৯জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে আইকন, ‘এ’ গ্রেড, ‘বি’ গ্রেড, ‘সি’ গ্রেড এবং ‘ডি’ গ্রেড-এ স্থান পেয়েছেন মোট ১২৩ জন স্থানীয় ক্রিকেটার। আইকন : ০৬জন, গ্রেড এ : ১৬, গ্রেড বি : ৩৬, গ্রেড সি : ৪৩ গ্রেড ডি : ২১জন।

এর মধ্যে ব্যাটসম্যান: ৬২জন, বোলার : ৪৫জন এবং অলরাউন্ডার ঠাঁই পেয়েছে : ১৫জন। ৬জন আইকনের নাম আগেই জানা গিয়েছিল। তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসির হোসেন।

বিদেশী খেলোয়াড়েদের ৪টি ক্যাটাগরিতে পারিশ্রমিক দেওয়া হবে। ‘এ’ গ্রেডের মূল্য ৭০ হাজার, ‘বি’ গ্রেড ৫০ হাজার, ‘সি’ গ্রেড ৪০ হাজার এবং ‘ডি’ গ্রেডের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার। স্থানীয় খেলোয়াড়দের ৫টি ক্যাটাগরিতে পারিশ্রমিক দেওয়া হবে; আইকন ৩৫ লাখ, ‘এ’ গ্রেড ২৫ লাখ, ‘বি’ গ্রেড ১৮ লাখ, ‘সি’ গ্রেড ১২ লাখ এবং ‘ডি’ গ্রেড ৫ লাখ টাকা করে।

পাঠকদের জন্য গ্রেড অনুসারে স্থানীয় ক্রিকেটারদের তালিকা নিম্নে দেয়া হল-

‘এ’ গ্রেড: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম, সাব্বির রহমান, সৌম্য সরকার, রনি তালুকদার, মোঃ মিঠুন, মুমিনুল হক, সোহাগ গাজী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আব্দুর রাজ্জাক এবং তাইজুল ইসলাম।

‘বি’ গ্রেড: শামসুর রহমান, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী মারুফ, অলক কাপালী, শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, নুরুল হাসান সোহান, নাফিস ইকবাল, নাজমুল হোসেন মিলন, জহুরুল ইসলাম, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, নাদিফ চৌধুরী, তাসামুল হক, ফরহাদ রেজা, মাহমুদুল হাসান, আরিফুল হক, আবুল হাসান রাজু, জিয়াউর রহমান, মুক্তার আলী, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ শরীফ, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোশাররফ হোসেন রুবেল, জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজিব, এনামুল হক জুনিয়র, সানজামুল ইসলাম, নাজমুল হোসেন অপু, সোহরাওয়ার্দী শুভ।

‘সি’ গ্রেড: রাজিন সালেহ, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, মেহরাব জুনিয়র, আব্দুল মজিদ, আসিফ আহমেদ, ইমতিয়াজ হোসেন, ইরফান শুকুর, অভিষেক মিত্র, মাহবুবুল করিম, অমিত মজুমদার, ধীমান ঘোষ, তানভির হায়দার, হামিদুল ইসলাম, সাদমান ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, ফজলে মাহমুদ, জাবিদ হোসেন, ইয়াসির আলী, নাসিরউদ্দিন ফারুক, সাগীর হোসেন, মোহাম্মদ শরীফুল্লাহ, মোহাম্মদ ফোরকান, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম, আবু জায়েদ চৌধুরী, আবু হায়দার, দেওয়ান সাব্বির, শুভাশিস রয়, শহীদুল ইসলাম, ডলার মাহমুদ, সাজেদুল ইসলাম, নাজমুল হোসেন, শাফাক আল জাবির, ইলিয়াস সানি, নিহাদউজ্জামান, আসিফ হাসান, নাঈম জুনিয়র, মনির হোসেন, বিশ্বনাথ হালদার, রাহাতুল ফেরদৌস।

‘ডি’ গ্রেড: নাজমুস সাদাত, এজাজ আহমেদ, শাহনাজ আহমেদ, রুম্মান আহমেদ, সায়েম আলম, সালমান হোসেন, জাকির হাসান, পিনাক ঘোষ, সাইফ হাসান, জয়রাজ শেখ, নাজমুল হোসেন শান্ত, সাদিকুর রহমান, মেহরাব জোসি, মেহেদী হাসান, মোঃ সাইফুদ্দিন, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান, আব্দুল হালিম, নাসুম আহমেদ, অমিতাভ নয়ন, রনি।

বিদেশী ক্রিকেটারদের তালিকা
পাকিস্তান:   
* আফ্রিদি বাদে, সিলেটের সঙ্গে চুক্তি হয়ে গেছে
এ গ্রেড: শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজ, উমর আকমল, মোহাম্মদ হাফিজ, মিসবাহ উল হক, ইউনুস খান ও আজহার মাহমুদ।

বি গ্রেড: সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, নাসির জামশেদ, কামরান আকমল, সোহেল তানভীর, উমর গুল, সাঈদ আজমল, আজহার আলী,  ফাওয়াদ আলম ও মোহাম্মদ আসিফ।

সি গ্রেড: আসাদ শফিক, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সামি, রানা নাভিদ, মোহাম্মদ আমের, শোয়েব মাকসুদ, মুক্তার আহমেদ, জুনায়েদ খান, জুলফিকার বাবর, সোহেল খান ও ইয়াসির আরাফাত।

ডি গ্রেড: আইজাজ চিমা, হারিস সোহেল, ইমরান ফরহাত, খালিদ লতিফ, শাহজাইব হাসান, মোহাম্মদ তালহা, শারজিল খান, আদনান আকমল, তৌফিক উমর, সাব্বির আহমেদ, নোমান আনোয়ার, বিলওয়াল ভাট্টি, বাবর আজম, সামিউল্লাহ নিয়াজি, ফয়সাল ইকবাল, আশার জাইদি, আজহার উল্লাহ, এওয়াইস শাহ, উমর আমিন, হাম্মাদ আজম, আজিম গুম্মান, খুররাম মানজুর ও তৈমুর আলী।

ইংল্যান্ড: 
এ গ্রেড: রবি বোপারা।

বি গ্রেড: পল কলিংউড, সামিট প্যাটেল, জাড ডার্নবাচ, ক্রিস জর্ডান ও মার্ক পেট্টেনি।

সি গ্রেড: ড্যারেন স্টিভেন্স, জো ডেনলি, পিটার ট্রেগো, মাইকেল কারবেরি, মন্টি পানেসার, সিমন জোন্স, ডেভিড মিলান, লিয়াম ডসন ও গ্রাহাম ওনিয়নস।

ডি গ্রেড: ম্যাক্স ওয়ালার, ডেভিড পেইনি, বেনি হাউয়েল, গ্রেগ স্মিথ, মাইকেল রিচার্ডসন, উসমান আরশাদ, গর্ডন মুচাল, ড্যান রেডফার্ন, মাইকেল বেটস, জস কব, লরি ইভান্স, নেড একার্সলি, রিক্কি ওয়েসেলস, গ্রাহাম ওয়াগ, স্টিভেন মুলানি, স্টিফেন পেরি, ক্রিস লিডল, জর্জ এডওয়ার্ডস, অ্যালেক্স ব্লেক, ম্যাট কোলস, স্টিভ ক্রফট, আতিফ শেখ, কার্ল ব্রাউন, অ্যাডাম রিলে, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, আজমল শেহজাদ, কিষেন সাইলেস ভিলানি, মিচেল ক্লেডন, হ্যারি ফ্রেডরিক গুরনে, জ্যাকব টিমোথি বল, লিউক জুক ফ্লেচার, ওলি স্টোন, ব্রেট হটন, ফিল মাস্টার্ড ও রায়ান প্রিঙ্গল।

শ্রীলংকা
* সাঙ্গাকারা, দিলশান ও থিসারা পেরেরা বাদে, ঢাকার সঙ্গে সাঙ্গাকারা, চট্টগ্রামের সঙ্গে দিলশান এবং রংপুরের সঙ্গে পেরেরা চুক্তি হয়ে গেছে।

বি গ্রেড: চামারা কাপুগেদারা, অজান্থা মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, নুয়ান কুলাসেকেরা ও উপল থারাঙ্গা।

সি গ্রেড: দিলশান মুনাবীরা, সিহান জয়াসুরিয়া, কিতুরুয়ান ভিথানাগে, নিরিসান ডিকিওয়ালা, সচিত্রা সেনানায়েকে, সেকুগে প্রসন্ন ও জীবন মেন্ডিস।

ডি গ্রেড: ইসুরু উদানা, দিলরুয়ান পেরেরা, চাতুরাঙ্গা ডি সিলভা, ফারভেজ মাহরুফ, ধনঞ্জয়া ডি সিলভা, ধাম্মিকা প্রসাদ, মিলিন্দা শ্রীবর্ধনে, থারাঙ্গা পারানাভিতানা, কৌশল্য কুলাসেকেরা, বিনুরা ফার্নান্দো, প্রসন্ন জয়াবর্ধনে, আশান প্রিয়াঞ্জন ও সচিত্রা পাথিরানা।

ওয়েস্ট ইন্ডিজ
* ক্রিস গেইল এবং সুনিল নারিন বাদে। গেইল বরিশাল এবং নারিনের সঙ্গে রংপুরের চুক্তি হয়ে গেছে

এ গ্রেড: ফিদেল এডওয়ার্ডস, মারলন স্যামুয়েলস, শিবনারায়ন চন্দরপল, ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল।

বি গ্রেড: স্যামুয়েল বদ্রি, জেরমি টেলর, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে ফ্লেচার ও লেন্ডল সিমন্স।

সি গ্রেড: কেভন কুপার, রায়াদ এমরিট, শেলডন কোটেরেল, কার্লোস বার্থওয়েট, ক্রিশমার সানটোকি ও টিনো বেস্ট।

ডি গ্রেড: ডেভন থমাস, শেন শিলিফোর্ড, জনাথন কার্টার, কেনরয় পিটার্স, রেয়মন রেইফার, আসাদ ফুডাডিন, লিয়ন জনসন, ডানজা হায়াত, দেবেন্দ্র বিশু, জনসন চার্লস, কাইল মেয়ারস, নুকমাহ বোনার, নিকোলাস পোরান, রনসফোর্ড বেটন, শ্যানন গ্যাব্রিয়েল ও বীরাস্যামি পারমল।

জিম্বাবুয়ে
বি গ্রেড: এলটন চিগুম্বুরা।
সি গ্রেড: ব্রেন্ডন টেলর।
ডি গ্রেড: শন আরভিন, ক্রিস্টোফার এমপোফু, কাইল জার্ভিস ও সিকান্দার রাজা।

অস্ট্রেলিয়া
বি গ্রেড: শন টেইট ও ব্র্যাড হগ।
ডি গ্রেড: জেমস অ্যালেনবাই ও স্টিভেন ক্রুক।

নিউজিল্যান্ড
বি গ্রেড: জেমস ফ্রাঙ্কলিন।
ডি গ্রেড: জেমস ফুলার।

দক্ষিণ আফ্রিকা
এ গ্রেড: রায়ান ম্যাকলরেন, রিচার্ড লেভি, রবিন পিটারসেন ও ইয়োহান বোথা।

আইসিসি সহযোগী দেশ: 
এ গ্রেড: রায়ান টেন ডেসকাট (হল্যান্ড)।
বি গ্রেড: পল স্টারলিং ও কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)।
সি গ্রেড: নেইল ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)।
ডি গ্রেড: রিজওয়ান চিমা (কানাডা), প্রেসস্টন মমসেন (স্কটল্যান্ড), জস ডেভি (স্কটল্যান্ড), গ্যারি উইলসন(আয়ারল্যান্ড), গুলবদিন নায়েব (আফগানিস্তান), দৌলত জারদান (আফগানিস্তান), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), ম্যাট মাচান (স্কটল্যান্ড) ও কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)।

বিপিএলের দলগুলো হল : ঢাকা- বেক্সিমকো গ্রুপ (ঢাকা ডিনামাইটস), বরিশাল- এক্সিওম গ্রুপ (বরিশাল ব্লুজ), চট্টগ্রাম-ডিবিএল গ্রুপ (চিটাগাং ভাইকিংস), সিলেট-আলিফ গ্রপ (সিলেট রয়্যালস), রংপুর-আই স্পোর্টস (রংপুর রাইডার্স) ও কুমিল্লা-রয়েল স্পোর্টস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

Print
1832 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close