যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু ও পৌরসভার প্যানেল মেয়র-১ মফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে যশোরের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু ইব্রাহিম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। যশোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালের ডিসেম্বর মাসে মণিরামপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলামের গাড়িবহরে হামলা মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
1968 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা