‘সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক’ এ স্লোগানে বিবর্তন এমএম কলেজ শাখা ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোর এক্সপ্রেস ডেস্ক: সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক এ স্লোগানে বিবর্তন যশোর সরকারি এমএম কলেজ শাখা ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বুধবার কলেজের মধুমঞ্চে সংগঠনের বন্ধুরা বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করে দিনটি। সকাল ১০ জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সমগ্র আয়োজনের উদ্বোধন করেন সরকারি এমএম কলেজ অধ্যক্ষ প্রফেসর নমিতা রাণী বিশ্বাস। এরপর সকাল সাড়ে দশটায় আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠান ও সংগঠনের নব গঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ঘটে।
দুটি অধিবেশনে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সজীব অধিকারীর নির্দেশনায় দলীয় আবৃত্তি ‘জীবনের বৈচিত্রতা’ পরিবেশিত হয়। এ ছাড়াও সুমন ব্যানার্জীর নির্দেশনায় বাদল সরকারের নাটক হট্টমেলার ওপারে উপভোগ করেন অতিথিবৃন্দ। বিকেল ৪টায় শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে আবৃত্তি ও গানের পাশাপাশি মঞ্চায়িত হয় মনোজ মিত্রের নাটক রসভঙ্গ ও মহাবিদ্যা। নাটক দুটির নির্দেশনায় ছিলেন যথাক্রমে সুমন ব্যানার্জী, মানস বিশ্বাস ও জাহিদুল ইসলাম যাদু। অনুষ্ঠানে বিবর্তন যশোরের সাংগঠনিক সম্পাদক কলেজের নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

Print
1968 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close