ক্রীয়া ডেস্ক: আগেই ধারণা করা হয়েছিল এমনটি। তারপরও সম্ভাবনা ঝুলছিল চিকন সুতোর উপর। কিন্তু না, হচ্ছেই না এ মৌসুমে সুপার কাপ ফুটবল। বাফুফে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, ঠাসা সূচির কারণে। বৃহস্পতিবার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত চূড়ান্ত, হবে না সুপার কাপ। সঙ্গে আয়োজন করা সম্ভব নয় স্বাধীনতা কাপও। সুপার কাপের প্রথম আসর হয়েছিল ২০০৯ সালে। এই টুর্নামেন্টের তৃতীয় ও সর্বশেষ আসর হয়েছিল ২০১৩ সালে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী এ প্রসঙ্গে বলেছেন, ‘অত্যন্ত ব্যস্ত আন্তর্জাতিক সূচি। অস্ট্রেলিয়া ফুটবল দল আসবে। এরপর সাফ ফুটবল,এসএ গেমস,বঙ্গবন্ধু গোল্ডকাপ। এত ব্যস্ততার মাঝে সুপার কাপ আয়োজনের পর্যাপ্ত সময় নেই। ’
ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল। এর আগে ফুটবলারদের দল-বদল সম্পর্কে তিনি বলেন, ‘চলতি মৌসুমের সমাপ্তি ও আসন্ন দলবদল নিয়ে আমরা কোনও সিদ্ধান্তে পৌঁছাইনি। ১০-১২ দিন পর আরেকটি সভা হবে, শুধু দলবদলের তারিখ নির্ধারণের জন্য। আগামী ২০ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। এখানে খেলছে না বর্তমান লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। কিন্তু ঐ দলের খেলোয়াড়রা কি খেলতে পারবে শেখ কামাল টুর্নামেন্টে? এ সম্পর্কে লিগ কমিটির প্রতিনিধি ও শেখ জামালের ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুল গাফফার বলেন, ‘আমরা এ নিয়ে ভাবছি। এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। লিগ কমিটির সভায় আলোচনা হয়েছে এই মৌসুমে নিষেধাজ্ঞার খপ্পরে পড়া দল ফরাশগঞ্জ। ২০১৪-১৫ মৌসুমে দলটি অবনমন হিসাবে ধরা হয়েছে। তারা খেলবে ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগ। এর আগে ফুটবলের কোন কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না ফরাশগঞ্জ ক্লাব।