যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোর সদর উপজেলার বসুন্দিয়ার জঙ্গলবাঁধাল গ্রামে শিশু রুকাইয়া আক্তার দিয়া হত্যা মামলায় তার মা আম্বিয়া বেগম ও সৎ বাবা শাওন শেখ ওরফে সোহানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ১৫ অক্টোবর শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আটক সৎ বাবা শাওনের বিরুদ্ধে ওই হত্যার অভিযোগ ছাড়াও আসছে নানা অভিযোগ।বসুন্দিয়ার চা দোকানী আলাউদ্দিনের নাতনি আম্বিয়া বেগম কিছুিদন আগের স্বামী সবুজের সাথে সম্পর্ক ছিন্ন করে কাউকে না জানিয়ে পাশের কেফায়েত নগরের আব্দুল হাইয়ের ছেলে শাওন শেখ ওরফে সোহানকে বিয়ে করে। কয়েকদিন আগে মেয়ে দিয়াসহ আম্বিয়া তার নতুন স্বামী শাওনের ভাড়াবাড়ি জঙ্গলবাঁধাল খালঘাটপাড়ার আলী রেজার বাড়িতে যায়। ১৩ অক্টোবর দুপুরে দিয়া হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে বলে বলে থারা। পরে দিয়া মারা যায়। এঘটনায় স্থানীয়রা অভিযোগ তোলেন দিয়াকে হত্যা করেছে শাওন শেখ। এলাকার বড় দাগি অপরাধী শাওন সন্তানসহ আম্বিয়াকে বিয়ে করায় তা পরিবারে গোলযোগ চলছিল। বিক্ষুব্ধ জনতা মা আম্বিয়া বেগম ও বাবা পিতা শাওন শেখ ওরফে সোহানকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর বসুন্দিয়া ইউনিয়নের দফাদার আবু জাফর বাবুল হত্যার অভিযোগে তাদের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুল ইসলাম ১৪ অক্টোবর আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেন। এরপর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর হয়।