এবার আশুলিয়ায় গভীর কূপে শিশু, উদ্ধারে দমকল

যশোর এক্সপ্রেস ডেস্ক: আশুলিয়ায় খেলতে গিয়ে ৩০ ফিট গভীর কুপের ভেতরে পড়ে গিয়েছে সাত বছরের শিশু ইয়াছিন। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইজিডের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।শিশু ইয়াছিন কিশোরগঞ্জের কুনিয়ারচড় এলাকার দক্ষিন ফালুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। জসিম উদ্দিন জানান, তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তার ছেলে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। এসময় হঠাৎ করেই জহির উদ্দিনের বাড়ির একটি খোলা কূপের মধ্যে পড়ে যায় শিশুটি। পরে খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এব্যাপারে আশুলিয়ার ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, কূপটির গভীরতা প্রায় ৩০ ফিট হবে। শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির বলেন, শিশুটিকে উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিসের দলকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে। উল্লেখ্য, এর আগে গেল বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর খিলগাঁও-শাহজাহানপুর কলোনি মাঠের পাশে ওয়াসার খনন করা প্রায় ৪০০ ফুট গভীর কূপে পড়ে যায় জিহাদ নামের এক শিশু। ২৪ ঘণ্টা ধরে চেষ্টা করে অবশেষে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

Print
1553 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close