যশোর এক্সপ্রেস ডেস্ক: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোন। বুধবার রাত ১টার দিকে ইয়াবা উদ্ধার করা হয় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টর্গাড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম তিনি বলেন, গতকাল সকালে ইয়াবার বড় ধরনের একটি চালান আটক হওয়ার পর রাতে আবারো একটি ইয়াবা চালান আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। এবারের চালানে ইয়াবার সংখ্যা ৩৫ হাজার পিস। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারের সবাই পালিয়ে যায়। ট্রলারটি আটক করে বন্দর জেটিতে আনা হয়েছে। এর আগে, গত বুধবার সকালে একই জায়গা থেকে ৬ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা
চট্টগ্রামে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
1692 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা