বিনোদন ডেস্ক: ঢাকার মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত ব্যান্ড গানস অ্যান্ড রোজেস এর গিটারিস্ট-কণ্ঠশিল্পী জিলবি ক্লার্ক। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি বাজাবেন। সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের একজন অতিথি গায়কও। অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক ও আয়োজক ফ্যাশন-লাইফস্টাইল ব্র্যান্ড ইয়োলো। জানা গেছে, এ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন মাত্র ৪০০ দর্শক। এর টিকিটের মূল্য বারো হাজার টাকা। এক টিকিট দিয়ে দুজন পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আর টিকেট সংখ্যা মাত্র দুইশ। যা এরইমধ্যে শেষ হয়ে গেছে বলে জানা যায় আয়োজক প্রতিষ্ঠান সূত্রে। উল্লেখ্য, জিলবি ক্লার্ক ১৯৯১ সাল থেকে গানস এন্ড রোজেস এর সঙ্গে যুক্ত আছেন। গিটারে ছান্দসিক এ ব্যাক্তিত্ব একজন সংগীত প্রযোজকও বটে। বাংলাদেশে এটাই তার প্রথম সফর।

গানস অ্যান্ড রোজেস
ঢাকায় গানস অ্যান্ড রোজেস’র জিলবি ক্লার্ক
1726 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা