যশোর এক্সপ্রেস ডেস্ক: ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান। তিনি বলেছেন, সিজার তাভেলা হত্যার তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। এই হত্যার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে ডিএমপি কমিশনার এ কথা বলেন। গত ২৮শে সেপ্টেম্বর গুলশানে দুবৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক সিজার তাভেলা। সরকারের পক্ষ থেকে বার বার এ হত্যার তদন্তে অগ্রগতির কথা বলা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কথা জানায়নি।
1528 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা