জাতীয় সংসদ ভবন

দশম সংসদের অষ্টম অধিবেশন শুরু ৮ নভেম্বর

যশোর এক্সপ্রেস ডেস্ক: দশম সংসদের অষ্টম অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদ ভবনে আগামী ৮ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টায় বসছে এই অধিবেশন। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৫ সালের ৮ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের অষ্টম ২০১৫ সালের ৪র্থ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।

 

Print
1736 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close