যশোর এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা এখন থেকে ভিসা ছাড়াই এই দুই দেশ সফর করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে এ বিষয়ে গত বছরের ৩ ডিসেম্বর একটি চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তির আওতায় ১৫ অক্টোবর থেকে সরকারি কাজে দুই দেশের কর্মকর্তাদের দুই দেশ সফরে ভিসার প্রয়োজন হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় এই তথ্য জানায়। দুই দেশের মধ্যে এই বিষয়ে গত ৩ ডিসেম্বর স্বাক্ষর করা চুক্তি অনুযায়ী দুই দেশের সরকারি কর্মকর্তারা কোনো ভিসা ছাড়াই দুই দেশ সফর করতে পারবেন। আগামী পাঁচ বছর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। পাঁচ বছর পর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তবে এই চুক্তির আওতায় ৩০ দিনের বেশি সময় কারও অবস্থান করার প্রয়োজন হলে তাকে ভিসা নিতে হবে।