যশোরের ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত

যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোরের ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে আরো ৩৯ জন। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৫৩ জন। রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিতে জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর হাসপাতাল পরিদর্শন করেছেন। ডায়রিয়ার সংক্রমণের কারণ চিহ্নিত করতে ঢাকা থেকে আগত গবেষক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শ্যমাল কৃষ্ণ সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, ডায়রিয়ায় যশোর পৌর এলাকার বাসিন্দারা বেশি আক্রান্ত হচ্ছে। গবেষক দল প্রাথমিকভাবে ধারণা করছেন দূষিত পানি পান ও ব্যবহারের কারণে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পরীক্ষা নিরীক্ষা ও সরেজমিনে সমীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। পৌরসভার ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকা চিহ্নিত করে কাজ করছে গবেষক দল। শহরের কাজীপাড়া, পুরাতন কসবা, বেজপাড়া, ষষ্টিতলা পাড়া, শংকরপুর, চাঁচড়া, শেখহাটি, উপশহর এলাকার পানি সরবারহ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ও পরীক্ষার জন্যে পানি সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও আক্রান্তদের ইস্টুল (মল) সংগ্রহ করা হচ্ছে। নমুনাগুলো ঢাকার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্যে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। যশোরাঞ্চল ডায়রিয়া মুক্ত করতে বিশেষজ্ঞ গবেষক দল নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে রোগী চিকিৎসা সেবার সহয়তায় গতকালও অনুদান দিয়ে রোগী কল্যাণ সমিতি। সমিতির নেতৃবৃন্দ ১শ’ ২৫ লিটার কলেরা স্যালাইন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহার কাছে হস্তান্তর করেছেন।
Print
5067 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close