যশোর এক্সপ্রেস ডেস্ক: পল্টন থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির না করায় পিছিয়ে গেলো অভিযোগ গঠনের শুনানি। এজন্যে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন্য আগামি বছরের ২৪ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ। অবশ্য একই মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। ২০১৪ সালের ২৮ জুলাই এ মামলায় মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আবু জাফর।
এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্যে বাধা দানের অভিযোগে এ মামলাটি দায়ের করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
রিজভীর জন্যেই পেছালো চার্জ শুনানি
1562 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা