জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর

সাকা-মুজাহিদের রিভিউ শুনানি দ্রুত করার আবেদন

যশোর এক্সপ্রেস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রায় পুনর্বিবেচনা আবেদনের শুনানি দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার এ আবেদন করা হয়। এর আগে গতকাল বুধবার এ দুই দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে তাদের আইনজীবীরা পৃথক রিভিউ আবেদন দাখিল করেন। মোট ৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৩২টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন মুজাহিদ। রিভিউর পেপারবুক দাখিল করা হয়েছে তিন শতাধিক পৃষ্ঠার। অন্যদিকে সাকা চৌধুরী তার ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন।

দুই শীর্ষ যুদ্ধাপরাধীর প্রধান আইনজীবী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন রিভিউ আবেদন করার পর সাংবাদিকদের বলেন, রিভিউ শুনানিতে যদি সাক্ষ্য-প্রমাণের সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে মুজাহিদের মৃত্যুদণ্ড নাও টিকতে পারে। আর সাকা চৌধুরীর মামলার বিষয়ে আগের সুরেই তিনি বলেন- উনি স্বাধীনতাযুদ্ধের সময় দেশে ছিলেন না। পুনর্বিবেচনা আবেদনে আমরা এটাই যুক্তি সহকারে তুলে ধরেছি।

 

Print
1435 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close