নূর হোসেন

কে খুনি তা নূর হোসেনের মুখেই শুনতে চায় পৃথিবী’

যশোর এক্সপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সাত খুনের মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি বলেছেন, কে খুনি তা নূর হোসেনের মুখেই শুনতে চায় পৃথিবী। তার মুখেই শুনতে চায় সাত খুনের পরিকল্পনায় তার সঙ্গে কে কে জড়িত ছিল; অর্থের জোগানদাতা কে ছিল। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পৈতৃক বাড়িতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সেলিনা ইসলাম বিউটি। বিউটি নিহত সাতজনের একজন—নজরুলের স্ত্রী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিনা ইসলাম।

 

Print
826 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close

et application andropde strasbourg