আর্নল্ড শোয়ার্জনেগার

ভারতীয় ছবিতে আর্নল্ড শোয়ার্জনেগার

বিনোদন ডেস্ক: একদিকে থালাইভা, অন্যদিকে টার্মিনেটর- অর্থাৎ রজনীকান্ত ও আর্নল্ড শোয়ার্জনেগার। চমকে যাওয়ার মতোই এই জুটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক শঙ্কর। ছবির নাম “এনথিরন ২”। ঠিক ধরেছেন এটি রজনীকান্তের  “এনথিরন” ছবির দ্বিতীয় পর্ব। এই ছবি দিয়েই ভারতীয় সিনেমায় হাতেখড়ি হবে “ট্রু লাইস”হিরোর। “আর্নল্ডের সঙ্গে ভারতীয় সিনেমা নিয়ে আমার অনেক কথা হয়। আর্নল্ড একসঙ্গে কাজ করার কথা আমায় বলেছিল। “এনথিরন ২”-এর স্ক্রিপ্ট শুনে বেশ পছন্দই হয়েছে তার।” জানালেন পরিচালক শঙ্কর।

জানা গেছে, ছবিটি শুটিংয়ে ২৫ দিনের জন্য ভারতে আসছেন আর্নল্ড। ডেট দিয়েছেন রজনীকান্তও। ছবিতে রজনীর পাশাপাশি আর্নল্ডও রোবটের চরিত্রে অভিনয় করবেন। তবে এখানেই শেষ নয়, কান পাতলে এও শোনা যাচ্ছে, “এনথিরন ২” রজনীকান্ত আর আর্নল্ডের সঙ্গে দীপিকা পাডুকোন এবং আমির খানও অভিনয় করতে পারেন।

Print
1570 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close