শাহ আমানতে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার

যশোর এক্সপ্রেস ডেস্ক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার সকালে তৌহিদুল আলম নামে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তৌহিদুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক প্রণয় চাকমা বাংলানিউজকে বলেন,‘সকালে দুবাইয়ের শারজাহ থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসা এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়।  এসময় তার ব্যাগ থেকে ৪০ ভরি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।  তৌহিদুল আলম নামে ওই যাত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে।’

Print
1475 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close