যশোর এক্সপ্রেস ডেস্ক: সংগীত, আলোচনাসভা, মেলাসহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে বাউলসম্রাট ফকির লালন শাহর ১২৫তম তিরোধান উপলক্ষে পাঁচদিনব্যাপী স্মরণোৎসব। শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মরমীসাধক লালনের জীবন-কর্ম, জাতহীন মানবদর্শন ও চিন্তা-চেতনার আদর্শিক বিষয়গুলো প্রাধান্য দিয়ে শুরু হতে যাওয়া এই স্মরণোৎসবে যোগ দিতে কুষ্টিয়ার কোল ঘেঁষা কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়ায় ইতিমধ্যেই এসেছেন দেশ-বিদেশের অসংখ্য বাউল, ভক্ত-অনুসারীরা।
বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক মানবধর্মের প্রবর্তক আধ্যাত্মিক সাধক লালন ফকিরের তিরোধানের পর থেকেই কালী নদীর তীরে পালিত হয়ে আসছে লালন স্মরণোৎসব।
লালন স্মরণোৎসবে যোগ দিতে আসা লালন গবেষক ফকির হৃদয় সাঁই বলেন, ‘সাঁইজির যে দর্শন, সে দর্শনের গভীরতা, সাঁইজিকে লালন করার যে মনোবাসনা শুধু বাংলা ভাষাভাষী নয়, সারাবিশ্বের মধ্যে আজ ব্যাপকভাবে আলোড়িত একটি বিষয়। এ তৃষ্ণা সাঁইজির দর্শনের গভীরতা জানার, আত্মোপলব্ধির, আত্মশুদ্ধির। সাঁইজি তার বাণীতে বলেন, “সাধু পরশেরে মন এ সাধুর পরশে পরশিত হওয়ার জন্য।” এ মিলনমেলায় আমরা সকলেই এসেছি। হয়তো এক সময় সাধুদের ভেদ ব্যাখ্যা জেনে নিজেকে পরিবর্তন করতে পারব, পরিবর্তন নিয়ে আসব নিজ স্বভাবকে।’ লন অনুসারী এনাম সাঁই বলেন, ‘আত্মতৃপ্তির প্রয়াস নিয়েই প্রতি বছর আমরা সাঁইজির ধামে আসি এবং আত্মতৃপ্তি নিয়েই আবার ফিরে যাই।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ছেঁউড়িয়ার লালন অ্যাকাডেমির আয়োজনে শুরু হওয়া এ স্মরণোসব চলবে ২০ অক্টোবর (৫ কার্তিক মঙ্গলবার) পর্যন্ত। কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, এখানে আসা দেশ-বিদেশের লালন ভক্ত-অনুসারীদের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকের বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রাখা হয়েছে। কুষ্টিয়া লালন অ্যাকাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, লালনপ্রেমী ও অনুসারীদের থাকা – খাওয়াসহ তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাঁইজির ধামে হাজারো ভক্ত, আজ শুরু লালন স্মরণোৎসব
1752 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা