২৮ অক্টোবর ভারতে যাবেন “মার্ক জুকারবার্গ”

আইটি ডেস্ক: এ মাসের শেষ নাগাদ ভারতে আসবেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। আগামী ২৮ অক্টোবর আইআইটি-দিল্লির টাউন হলে একটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন তিনি। আজ শুক্রবার তাঁর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন জুকারবার্গ।

ফেসবুক পোস্টে জুকারবার্গ লিখেছেন, বর্তমানে ভারতে ১৩ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ভারতের ফেসবুক কমিউনিটিকে অন্যতম সক্রিয় ও পরস্পরযুক্ত কমিউনিটি বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে তিনি তাঁর পোস্টটির নিচে একটি প্রশ্ন আহ্বান করেছেন এবং সেই প্রশ্নে ভোট দিতে লাইক দিতে বলেছেন।

এ বিষয়ে জুকারবার্গ জানান, ফেসবুক থেকে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ওই অনুষ্ঠানে সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি। ওই অনুষ্ঠানটি ফেসবুক সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে দেখাবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকের প্রধান কার্যালয় পরিদর্শনে যান এবং একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

Print
2052 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close