নুর হোসেন

নুর হোসেনকে দেশে ফেরাতে আর বাধা নেই

যশোর এক্সপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি নুর হোসেনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত। চব্বিশ পরগনা জেলায় বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। গত ২৪ আগস্ট বারাসাতের ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নুর হোসেনের মামলা স্থানান্তর করে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেও অন্য একটি আদালত তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ অভিযোগ গঠন করে।

আদালতের আজকের এই নির্দেশ এটাই প্রমাণ করলো যে নুর হোসেনের বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভারত প্রত্যাহার করেছে। আর এর ভিত্তিতেই ধারণা করা হচ্ছে নুর হোসেনকে খুব দ্রুতই দেশে ফেরত পাঠানো হতে পারে। উল্লেখ্য, গত বছর এপ্রিলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরন এবং পরে হত্যা করা হয়। শীতলক্ষ্যা নদীতে নিহতদের লাশ ভেসে উঠে এর ঠিক দুইদিন পরেই। ঘটনার পরপরই কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহদুল ইসলাম র‍্যাবের কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে অপহরন এবং হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেন হলেন এই মামলার অন্যতম একজন আসামি। ঘটনার পর থেকেই তিনি ভারতে আত্মগোপন করে ছিলেন।

সিলেটে রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে গতকাল বৃহস্পতিবার সৌদি আরব থেকে ফেরানো হয়েছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় ‍চুক্তি না থাকলেও ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরানো হলো। অথচ ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকার পরে এক বছরেও ফেরানো যায়নি নুর হোসেনকে।

 

Print
1836 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close