ছবি : সংগৃহীত

মার্কিন সেনা উপস্থিতিকে স্বাগত আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের পরও আফগানিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগান প্রশাসন। শনিবার আফগান সরকারের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রাখার েেত্র সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া বিবৃতিতে যে কোনও ধরনের সন্ত্রাস এবং হুমকি মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করারও ঘোষণা দেওয়া হয়। এর আগে, ২০১৬ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবার দেশটি জানিয়েছে, ২০১৭ সালেও আফগানিস্তানে সাড়ে পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকবে। দেশটিতে নতুন করে তালেবানদের উত্থানের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উল্লেখ্য, আফগানিস্তানে বর্তমানে ন্যাটো বাহিনীর ১৭ হাজার সেনা অবস্থান করছে। এদের মধ্যে মার্কিন সেনা আছে নয় হাজার ৮০০। ২০০১ সালের পর এই প্রথম গত মাসে মাত্র কয়েকশ’ যোদ্ধা নিয়ে কুন্দুজ শহরের দখল নেয় তালেবানরা। সূত্র: বিবিসি, গার্ডিয়ান।

Print
908 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close