যশোর এক্সপ্রেস ডেস্ক: যশোরে অপহরণের ছয় ঘণ্টার মাথায় উদ্ধার হয়েছে আকাশ কুমার সিংহ ওরফে মৃদুল। শনিবার বেলা ১২টার দিকে শহরতলীর রামনগর ইউনিয়নের গোপালপুর গেট থেকে তাকে অপহরণ করে। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন আকাশকে পিকনিক কর্নার (ণিকা) থেকে উদ্ধার করে। দুর্বৃত্তরা মৃদুলের কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা এবং দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়।
এ বিষয়ে যশোর সদরের চাউলিয়া গ্রামের স্বপন কুমার সিংহের ছেলে আকাশ কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আকাশ রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি শহরের বকচর হুশতলা র্যাব ক্যাম্পের পেছনে থাকেন। শনিবার বেলা ১২টার দিকে তিনি কলেজ থেকে ইজিবাইকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে গোপালপুরে পৌঁছালে মোটরসাইকেলে দু’জন তাকে অস্ত্রের মুখে অপহরণ করে পিকনিক কর্নারের মধ্যে নিয়ে যায়।
দুর্বৃত্তরা তাকে মারপিট করে ৬টা পর্যন্ত আটক রাখে। তারা আকাশের কাছ থেকে নগদ পাঁচহাজার টাকা এবং দুটি মোবাইলফোন সেট ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি শিকদার আক্কাছ আলী বলেন, ‘রামনগর পিকনিক কর্নার এলাকায় একটি অপহরণের ঘটনা শুনেছি। তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি: প্রতীকী
যশোরে কলেজছাত্র অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার
665 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা