ছবি: সংগৃহীত

ডায়রিয়া রোগীদের জন্য ৫৪৮ ব্যাগ কলেরা স্যালাইন প্রদান “প্রেসকাব যশোর”

যশোর এক্সপ্রেস ডেস্ক: স্থানীয় আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীদের জন্য ৫৪৮ ব্যাগ কলেরা স্যালাইন প্রদান করেছে প্রেসকাব যশোর। বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান বাবু’র সৌজন্যে স্যালাইনগুলি সংগ্রহ করা হয়। রোববার দুপুরে জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীরের হাতে স্যালাইনগুলি তুলে দেন প্রেসকাব নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সহ-সভাপতি মনোতোষ বসু, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সজল, জাহিদুল কবীর মিল্টন, দপ্তর সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, নির্বাহী সদস্য জাহিদ আহমেদ লিটন, আব্দুল কাদের, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল হক বাদল প্রমুখ। উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে যশোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়ায় হাসপাতালে সরকারিভাবে বরাদ্দকৃত স্যালাইন ও ইনজেকশন সংকট দেয়া দিয়েছে।

Print
1504 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close