যশোর এক্সপ্রেস ডেস্ক: ভবিষ্যতে গুগলের মতো সার্চ ইঞ্জিন বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশেই তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রবিবার দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তন থেকে তিনি কাওরানবাজারে অবস্থিত জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক-১ উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত দেশের প্রথম অ্যানিমেশন ল্যাবও উদ্বোধন করেন।
এসময় সফটওয়্যার টেকনোলজি পার্কের একটি ফ্লোর স্টার্টআপদের জন্য রাখা হবে বলেও জয় ঘোষণা দেন এবং বলেন- তিনি নিজে স্টার্টআপ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। তাই স্টার্টআপদের সুযোগ করে দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার।