যশোর এক্সপ্রেস ডেস্ক: পবিত্র হজ অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৩৭ বাংলাদেশী হাজীর মৃত্যুর হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রবিবার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সৌদি আরবে হজ আদায় করতে গিয়ে মিনার দুর্ঘটনায় মোট ১৩৭ বাংলাদেশী নিহত হন। এর মধ্যে ৯৬ জনের পরিচয় জানা গেছে। বাকি ৪১ হাজীর নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর বাইরে আরও ৫৩ বাংলাদেশী নিখোঁজ আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কার কাছে মিনায় পাথর নিক্ষেপের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় বাংলাদেশী হাজীরাও নিহত হন। জেদ্দার বাংলাদেশ মিশন ও মক্কার বাংলাদেশ হজ মিশন যৌথভাবে বাংলাদেশী হাজীদের সর্বশেষ তথ্য জানার কাজ করছে।
বাংলাদেশী যে সব হাজীর সন্ধান এখনো পাওয়া যায়নি, তাদের সুহৃদদের মক্কার বাংলাদেশ হজ মিশনের সঙ্গে যোগাযোগ (বাংলাদেশ হজ মিশন, রুম নম্বর ১০৭, টেলিফোন ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০, ই-মেইল : missionhajj@gmail.com) করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।