যশোর এক্সপ্রেস ডেস্ক: বিএনপি-জামায়াতবিরোধী বক্তব্য দিয়ে হঠাৎই আলোচনায় চলে আসেন আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী। নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষে বলে দাবি করলেও তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী ভূমিকার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন খোদ হেলালীর নিজ এলাকার ও সরকার-দলীয় (বাগেরহাট-৪) সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন এই সংসদ সদস্য। শুধু স্থানীয় সংসদ সদস্য নয়, একই অভিযোগ বাগেরহাটের স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও। তবে অভিযোগের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন হেলালী।

বাগেরহাট
স্বাধীনতাবিরোধী ওলামা লীগের সভাপতি হেলালী
3493 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা