ছবি: সংগৃহীত

আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেই না : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোর এক্সপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের দেশ জঙ্গিবাদের দেশ নয়, টেরোরিস্টদের দেশ নয়। আমাদের দেশ শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় বাঙালি। আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেই না।  সোমবার সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ যখন উন্নতির দিকে যাচ্ছে, তখন দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে যারা এসব কাজ করছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।’ পূজায় নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, যেসব মন্ডপে দুর্গাপূজা পালিত হবে সেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি শিয়া সম্প্রদায়ের উৎসবকে ঘিরেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।  ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পূজা উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহল টিমও দায়িত্ব পালন করবে।এছাড়া বিসর্জনের স্থানগুলোতে ডুবুরি থাকবে।

Print
1857 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close