পুরস্কার ফেরালেন উর্দু লেখক

যশোর এক্সপ্রেস ডেস্ক: একাদেমি পুরস্কার ফেরানোর তালিকায় যুক্ত হলেন আরও এক সাহিত্যিক। রবিবার নিজের সাহিত্য একাদেমি পুরস্কার ফেরালেন উর্দু কবি মুনাওয়ার রানা। কবি লেখকদের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, দেশের বর্তমান অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি আমার পুরস্কার ফেরাচ্ছি। আগামীদিনেও সরকারি কোনও পুরস্কার গ্রহণ করব না আমি। দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মুনাওয়ার রানা বলেন, “দেশ জুড়ে কবি লেখকেরা নিজেদের অবস্থান হারিয়ে ফেলেছেন। সাহিত্যিকরা দলীয় নেতা-নেত্রী হয়ে যাচ্ছেন। কেউ কংগ্রেসপন্থী তো কেউ আবার বিজেপিপন্থী হয়ে পড়ছেন। মুসলিমরা পাকিস্তানপন্থী। দেশ জুড়ে ধর্মীয় মৌলবাদের বাড়বাড়ন্ত ও উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রদায়িক উত্তেজনার প্রতিবাদে এখনও পর্যন্ত ২৬ জন সাহিত্যিক একাদেমি পুরস্কার ফিরিয়েছেন।

Print
1776 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close